শনিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া কার্যালয়ের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মর্তুজা আলী।
এ সময় বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার ও বিভিন্ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের মেলায় সরকারি-বেসরকারি মোট ৪৫টি ব্যাংক অংশ নিয়েছে বলে আয়োজক কমিটি থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৪, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আইএ