সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক চালকরা বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আমদানি হওয়া পণ্য দ্রুত খালাসের জন্য সংশিষ্ট বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দেওয়া হয়েছে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ সভাপতি আমিনুল হক জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ সেখানকার শীর্ষ যে ১০ ব্যবসায়ীর পণ্য আগে বাংলাদেশে রফতানির সিদ্ধান্ত নিয়েছিলেন তা প্রত্যাহার করে নেওয়ায় ধর্মঘট তুলে নেয় সাধারণ ব্যবসায়ীরা। ফলে আগের নিয়মেই আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন।
০৪ ফ্রেব্রুয়ারি থেকে এ পথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৭
এজেডএইচ/আরএ