ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে গভর্নরকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে গভর্নরকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ/ ছবি: বাংলানিউজ

ঢাকা: ব্যাংকিং খাতে যেন আর কোনো আর্থিক কেলেঙ্কারি না হয় সেজন্য শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবিরকে আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্য মন্ত্রী এ আহবান জানান।

তোফায়েল আহমেদ বলেন, সবকিছুর মধ্যে রাজনীতি ঢোকানো উচিত না।

বিশেষ করে ব্যাংকিং সেক্টরে রাজনীতি ঢুকলে দেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা দেখা দেবে। ফলে দেশে অর্থনীতি ক্ষতির সম্মুখীন হবে। তবে ব্যাংকের পর্ষদের উচিত সে দিকে খেয়াল রাখা।

ঋণ খেলাপিতে শীর্ষে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর তালিকা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জন্যও গর্ভনরকে আহবান জানান মন্ত্রী।

সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেন, দেশের বেসরকারি বিনিয়োগ বাড়াতে এসএমই ঋণের প্রয়োজন। তবে আগামীতে মুদ্রানীতিতে কৃষি ঋণের লক্ষ্যমাত্রার মতো এসএমই ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার পরিকল্পনা করা হচ্ছে।

এ সম্মেলনে জনতা ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
ওএফ/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।