মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি-২ সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ইআরডি’র ভারপ্রাপ্ত সচিব শফিকুল আজম এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে কাজুহিকো হিগুচি বলেন, এই ঋণ বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহায়তা করবে। এর ফলে বাংলাদেশে কর্মমুখী জনসংখ্যা তৈরি হবে।
শফিকুল আজম বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ১ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার ব্যয়ে 'স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্প বাস্তবায়নে এডিবি ৩ কিস্তিতে ৩৫ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করবে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২য় কিস্তির দশ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর হলো। শিগগিরই ৩য় কিস্তির টাকার ব্যাপারে চুক্তি স্বাক্ষর হবে। প্রকল্পের আওতায় মোট ১২ লাখ ৫০ হাজার নারী-পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৪ থেকে জুন ২০২৩ পর্যন্ত। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমসি/এসআরএস/আরআই