বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্লাস্টিক মেলা-২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
আমির হোসেন আমু বলেন, জাতীয় শিল্পনীতি-২০১৬ তে আমরা প্লাস্টিক শিল্পকে অগ্রাধিকার খাতের শীর্ষস্থানে রেখেছি।
পরিবেশদূষণ এড়াতে তিনি প্লাস্টিক শিল্প কারখানায় বাধ্যতামূলকভাবে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের জন্য উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী প্লাস্টিক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণের জন্য এ খাতকে রপ্তানি বহুমুখী করণের পাশাপাশি বৈচিত্র্যকরণ ও মূল্য সংযোজনের উদ্যোগ নিতে হবে। রপ্তানি আয় বাড়াতে এ খাতের নতুন পণ্যগুলোকে তালিকায় আনতে হবে।
২০২১ সালের মধ্যে এ শিল্পখাতে রপ্তানি আয় ১০০ কোটি ডলারে উন্নীত করা হবে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
** ২১ শতকের প্রধান হাতিয়ার বেসরকারি খাত
** ঢাকায় চলছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ওএফ/আরআইএস/এএ