বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মেলায় প্লাস্টিক পণ্যের কাঁচামাল থেকে শুরু করে পণ্য উৎপাদনের প্রক্রিয়া প্রদর্শন করা হচ্ছে। এতে অংশ নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলায় সাতটি হলে দেশি-বিদেশি ৪৫০টি স্টল রয়েছে। দেশীয় মোট ১৫টি ক্যাটাগরিতে প্লাস্টিক হাউজ আইটেমস, প্যাকেজিং ম্যাটারিয়েলস, প্লাস্টিক মাউল্ড, ফার্মাসিউটিক্যাল, প্লাস্টিক ফার্নিচার, মেলামাইন, গার্মেন্টস এক্সেসোরিজ, পিপি ওভেন ব্যাগসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টলে পণ্য প্রদর্শন করছে।
এসব পণ্যের মধ্যে প্লাস্টিক সামগ্রী ছাড়াও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শনার্থীরা। এছাড়া বিভিন্ন দেশ থেকে আসা প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক পণ্য উৎপাদনকারী মেশিন ও ক্যাটালগ প্রদর্শন করছে।
ড্যাফোডিল গ্রুপের কর্মী আব্বাস এসেছেন খাদ্য পণ্য প্রস্তুতকারক মেশিন নিতে। তিনি বলেন, মেলায় এসে অনেক প্রতিষ্ঠানের মধ্য থেকে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ হচ্ছে।
এই মেলার মাধ্যমে দর্শনার্থীরা পণ্যের পরিচিতি ও নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারছেন বলে জানিয়েছে আয়োজকরা।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল কোং লি. আয়োজিত এই মেলা প্রতিদিন দুপুর ১২টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বুধবার (১৫ ফেব্রুয়ারি) মেলার উদ্বোধন করেন।
মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের কোনো টিকিট লাগবে না। বিআইসিসি’র প্রবেশ ফটক থেকে সংগ্রহ করতে হবে ভিজিটর কার্ড।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এমআইএইচ/এটি