ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এক মেশিনেই প্লাস্টিকের ‘এ টু জেড’ পণ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০০, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এক মেশিনেই প্লাস্টিকের ‘এ টু জেড’ পণ্য ইনজেকশন মোডিং মেশিন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নাম ‘ইনজেকশন মোডিং মেশিন’। এই এক মেশিন দিয়েই তৈরি করা যাবে প্লাস্টিকের হরেক পণ্য। প্লাস্টিকের বল, বাটি, বোতল ইত্যাদি। আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় এ মেশিনটি দৃষ্টি আকর্ষণ করেছে সবার।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্লাস্টিক মেলায় এক নম্বর হলের ১২৩ নম্বর বুথে চীনের সাউন্ড কোম্পানির এ মেশিন নিয়ে এসেছে এফসিএইচ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি লিমিটেড।

কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন জানান, বিদ্যুতের সাহায্যে চলা এ মেশিনে প্লাস্টিকের যেকোনো পণ্য তৈরি করা যাবে।

তবে আলাদা আলাদা পণ্য তৈরির জন্য সেই ফর্মা ব্যবহার করতে হবে।

প্লাস্টিকের বল, বাটি, থালা, চেয়ার, টেবিল, পাইপ ইত্যাদি পণ্য এ মেশিন দিয়ে তৈরি করা যাবে বলেও জানান সাদ্দাম হোসেন।

প্রায় ১০ ফুট উচ্চতা এবং ১৫ ফুট দীর্ঘ মেশিনের একপাশে প্লাটিকের ‘র’ মেটেরিয়াল দেওয়ার মুখ। ‘র’ মেটেরিয়াল প্রক্রিয়াজাত হয়ে ফর্মা অনুযায়ী পণ্য বেরিয়ে আসবে।

প্রাণ-আরএফএল, বেঙ্গলসহ নামিদামি প্রতিষ্ঠানগুলো এ ইনজেকশন মোডিং মেশিন ব্যবহার করে বলেও জানান সাদ্দাম।

মেলায় অর্ডার দিলে গ্রাহকদের কারিগরি ও প্রযুক্তি বিষয়সহ যাবতীয় সার্ভিস দেওয়া হবে।   বিভিন্ন প্রতিষ্ঠান মেশিনের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান সাদ্দাম হোসেন।

মেশিনটির দাম পড়বে ৩২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এমআইএইচ/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।