বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইল চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ এক বিবৃতিতে এ কথা বলেন।
এতে বলা হয়, ঘুষ-দুর্নীতির ষড়যন্ত্রের যে অভিযোগ তুলে বাংলাদেশের কপালে কলঙ্ক লাগিয়ে পদ্মাসেতু প্রকল্পের ঋণ চুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক, সে অভিযোগ কেবলই গালগল্প।
‘এতে দীর্ঘদিন পরে হলেও সংগ্রামী ও মুক্তিকামী মানুষের নেতা ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপকৌশল ব্যর্থ হয়েছে। ’
২০১১ সালে বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির যড়যন্ত্রের অভিযোগ করেছিল। এমনকি তখনকার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সেতু বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞাকে অভিযুক্ত করে অর্থায়ন থেকেও সরে যায় বিশ্বব্যাংক।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসই/এইচএ/