রবিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে চীন-বাংলাদেশ যৌথ বাণিজ্য সভায় এ কথা বলেন তিনি।
লিউ জিনহুয়া বলেন, বাংলাদেশের শিল্প উন্নয়নে আমরা সহযোগী হতে চাই।
তিনি বলেন, আমাদের কোম্পানিগুলো সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে পাকিস্তানে। তবে পাকিস্তানে লেবার কস্ট অনেক বেশি। সেটা আমরা নজরদারি করেছি, তাই বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, সংগঠনের ভাইস চেয়ারম্যান টং মিং টাও প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ওএফ/জিপি/এমজেএফ