সোমবার (০৩ এপ্রিল) রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব মন্তব্য করেন তিনি।
ভারবার্গ বলেন, ‘বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
‘বাংলাদেশের বর্তমান অর্জন সত্যিই প্রশংসার দাবিদার। এ অর্জনে পরিকল্পনা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল পদক্ষেপ বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রণালয় গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে’।
বৈঠক প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘গার্ডা ভারবার্গের সঙ্গে পুষ্টির সকল বিষয়ক নিয়ে কথা হয়েছে। আমাদের অর্জনে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। আমাদের ছেলে-মেয়েরা মুটিয়ে যাচ্ছে না। সকল বিষয়ে আমরা ইতিবাচক ভূমিকা রাখছি। আমরা জাতিসংঘের প্রত্যাশা পূরণ করতে পেরেছি’।
তিনি আরও বলেন, ‘আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও নানা বিভাগের মধ্যে সমন্বয় করে আমাদের কাজ করতে হবে। আমার বিশ্বাস, যেভাবে এমডিজি’র লক্ষ্য অর্জন করেছি, একইভাবে এসডিজি’র সকল লক্ষ্য অর্জনে সক্ষম হবো’।
তিনি আরও বলেন, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচিতে ১ লাখ ১৫ হাজার ৪৮৬ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মা ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ডে এ প্রকল্পের টাকা ব্যয় করা হবে। এ বিষয়েও প্রশংসা করেছেন গার্ডা ভারবার্গ।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমআইএস/এএসআর