সোমবার (০৩ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরে জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পখাত সংশ্লিষ্ট সমিতি/সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।
নজিবুর রহমান বলেন, ‘ব্যবসায়ীরা বিভিন্ন সময় অভিযোগ করেন, ভ্যাট দিতে হয়রানির শিকার হতে হচ্ছে।
বাজেট সম্পর্কে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ২০১৭-১৮ বাজেটে ব্যবসায়ীদের মতামত ও গুরুত্ব সবার আগে থাকবে। কেননা, ব্যবসায়ীরা ছাড়া কোনো বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। তবে সবার সঙ্গে আলোচনা করেই বাজেট প্রণয়ন করা হবে। এর আগে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে বাজেট বাস্তবায়নে যেভাবে আলোচনা হয়েছে, এবার তার চেয়ে বেশি হবে’।
সভায় আলোচনা করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসজে/ওএইচ/এএসআর