ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গার্মেন্টস শিল্পের জন্য ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
গার্মেন্টস শিল্পের জন্য ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ

ঢাকা: রফতানিমুখী গার্মেন্টস শিল্পের যথাযথ উন্নয়ন, মালিক শ্রমিকের মধ্যে সু-সম্পর্ক স্থাপন এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের উন্নয়নের স্বার্থে যত সমস্যার উদ্ভব হোক সরকার, মালিক এবং শ্রমিক এ তিনপক্ষ মিলে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে।

তিনি বলেন, কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতকল্পে সরকার, মালিক, শ্রমিক সব পক্ষকেই আরো আন্তরিক হতে হবে। আজকের পরে তিন পক্ষ মিলে শিল্পের গুরুত্ব বিবেচনায় নিয়ে যা যা করা দরকার সবকিছু করা হবে।
 
বৈঠকে গার্মেন্টস শিল্পের উন্নয়নের স্বার্থে মালিক পক্ষ থেকে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের প্রতি গুরুত্বারোপ করা হয়। শ্রমিকদের পক্ষ থেকে দুই মাসে অন্তত একদিন নিজ নিজ কারখানার শ্রমিকদের নিয়ে বসার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।  

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শামসুজ্জামান ভূইয়া, বিজিএমইএ এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান, মালিক এবং শ্রমিক নেতারাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭  
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।