বুধবার (০৫ এপ্রিল) দুপুরে এনবিআর সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ( ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান একথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, গ্রাম-বাংলার আবহমান সংস্কৃতিকে ফিরিয়ে আনতে পহেলা বৈশাখের আগের দিন দেশের সব রাজস্ব কার্যালয়ে হালখাতা করা হবে।
তিনি আরও বলেন, এবারই প্রথম ব্যবসায়ীদের জন্য হালখাতা করতে যাচ্ছে এনবিআর। এ অনুষ্ঠানের উদ্দেশ্য করফাঁকি বন্ধ করা। সবাই যেন বুঝতে পারে এনবিআর এখন জনবান্ধব।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসজে/আরআর/জেডএস