শনিবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর অভিজাত একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ।
এ প্রাপ্তিতে তাসকিন আহমেদ বলেন, ‘অ্যাটম গাম’র সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে।
অনুষ্ঠানে সাখাওয়াত আহমেদ বলেন, তাসকিন বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার। ‘অ্যাটম গাম’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে পেয়ে আমরা গর্বিত।
তরুণ এ পেসার ‘অ্যাটম গাম’র জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রাণ কনফেকশনারির ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ হোসেন বলেন, আমরা সমাজের বিভিন্ন ভালো দিক দেখেও না দেখার ভান করি। আমাদের সমাজের বিভিন্ন ভালো দিকগুলো তুলে ধরতে হবে। তাইতো এবারে আমাদের পে-অফ (ট্যাগ) লাইন হচ্ছে ‘আওয়াজ বাড়াও। ’ যা আগে ছিলো ‘চাপার জোর বাড়াও। ’
এজন্য যে আমাদের আওয়াজ তুলেই সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করতে হবে—উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসজে/আরআইএস/এইচএ/