ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনা চেম্বারের নির্বাচন বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
খুলনা চেম্বারের নির্বাচন বুধবার

খুলনা: খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি বার্ষিক নির্বাচন বুধবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে। এখন কেবল ভোট গ্রহণের অপেক্ষা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা চেম্বারের সহযোগী শ্রেণীর ৬টি পদের এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে মহানগরীর ইউনাইটেড ক্লাবে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সহযোগী শ্রেণীর এ নির্বাচনে মোট ১ হাজার ৪০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবারের নির্বাচনে ৬ সদস্যের পৃথক দুটি পরিষদ অংশ নিচ্ছে। যার একটি হচ্ছে বর্তমান চেম্বার সভাপতি কাজী আমিনুল হক সমর্থিত খুলনা সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদ। অপরটি হচ্ছে সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের নেতৃত্বে খুলনা ব্যবসায়ী সম্মিলিত ঐক্য পরিষদ।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ভোট ছাড়াই পরিচালক নির্বাচিত হয়েছেন ১৮ জন ব্যবসায়ী। বাণিজ্যিক গ্রুপের তিনটি এবং সাধারণ শ্রেণীর ১৫টিসহ মোট ১৮টি পরিচালক পদে একজন করে প্রার্থী থাকায় নির্বাচনী বোর্ড তাদের বিজয়ী ঘোষণা করেন। তবে সহযোগী শ্রেণীর ৬টি পরিচালক পদে ১২ জন প্রার্থী থাকায় এই পদগুলোয় ভোট গ্রহণ হবে।

ভোট শেষে নির্বাচিত ২৪ জন পরিচালক ৩০ এপ্রিল তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি ও তিনজনকে সহ-সভাপতি নির্বাচিত করবেন।  

উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ ডিসেম্বরে সর্বশেষ নির্বাচন হয়। ওই নির্বাচনে কাজী আমিনুল হকের নেতৃত্বাধীন ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা,  এপ্রিল ২৫, ২০১৭
এমআরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।