ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হয়রানিমুক্ত আয়কর আইন প্রণয়নের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
হয়রানিমুক্ত আয়কর আইন প্রণয়নের সুপারিশ পরামর্শ সভায় আমন্ত্রিত অতিথিরা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হয়রানিমুক্ত আয়কর আইন (প্রত্যক্ষ কর আইন) প্রণয়নের সুপারিশ করেছেন আয়কর সংশ্লিষ্ট অংশীজনেরা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে কর অঞ্চল-৮ আয়োজিত প্রত্যক্ষ কর আইনের (প্রস্তাবিত আয়কর আইন, ২০১৭) খসড়া প্রণয়নের পরামর্শ সভায় অংশীজনেরা এই সুপারিশ করেন।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের (সিএ) সদস্য শাহাদাত হোসেন বলেন, আয়কর না বাড়ালে দেশের উন্নয়ন হবে না।

এজন্য আয়কর বাড়ানোর পরিবেশ নিশ্চিত করতে হবে। জিপিডির ওপর আয়কর নির্ভর করে। নতুন আইন করার আগে জিডিপিতে যেসব খাত অবদান রাখে তাদের সঙ্গে সাদৃশ্য রাখতে হবে। এজন্য হয়রানিমুক্ত আয়কর আইন প্রণয়ন করতে হবে।

বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) সভাপতি মনিরুল হুদা বলেন, করদাতারা কর দিতে চান না এ কথাটি সত্য নয়। আইনের অপপ্রয়োগ করে করদাতাদের হয়রানি করার কারণে তারা উৎসাহিত হন না। এটাই হলো সত্য কথা। দেশে ৮ লাখ নিবন্ধিত করদাতার সংখ্যা থাকলেও মাত্র ৩০ হাজার নিবন্ধনকারী আয়কর দেন, এটা দুঃখজনক।  

স্কয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল জাবেদ বলেন, নতুন ভ্যাট আইন নিয়ে আমরা চিন্তিত। নতুন যে আয়কর আইন প্রণয়নের কথা বলা হচ্ছে তা নিঃসন্দেহে আশার আলো দেখায়। কিন্তু নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পরে কতোটুকু কাজ করা হবে সেটাই এখন ভাবিয়ে তুলছে।  

সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, নতুন ভ্যাট আইন ব্যবসায়ীদের সুবিধা দেবে। এছাড়া শুল্ক আইন প্রায় চূড়ান্ত। আমরা এখন প্রত্যক্ষ কর আইন নিয়ে কাজ করছি। আইন বাস্তবায়নে ডিজিটাল অ্যাপ্লিকেশন ব্যবহার করছি। ই-পেমেন্ট, ই-টিআইএন, ই-রিটার্ন সাবমিশন এখন বাস্তবতা। এছাড়া ই-টিআইএনধারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এরই মধ্যে এ সংখ্যা ২৮ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে।  

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।