ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেক্সটাইল ইন্ডিয়ায় বিজিএমইএ-বিকেএমইএকে আমন্ত্রণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ২, ২০১৭
টেক্সটাইল ইন্ডিয়ায় বিজিএমইএ-বিকেএমইএকে আমন্ত্রণ টেক্সটাইল ইন্ডিয়ায় বিজিএমইএ-বিকেএমইএকে আমন্ত্রণ

ঢাকা: গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠেয় টেক্সটাইল ইন্ডিয়া ২০১৭-তে অংশ নিতে বিজিএমইএ-বিকেএমইএকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের সিনথেটিক ও রেয়ন টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (এসআরটিইপিসি)।

মঙ্গলবার (২ মে) ঢাকা সফররত এসআরটিইপিসি-এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সমন্বয়ে একটি প্রতিনিধিদল টেক্সটাইল ইন্ডিয়া ২০১৭-এ আমন্ত্রণ জানাতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসেসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর ঊর্ধ্বতন সদস্যের সঙ্গে বৈঠক করেন।
 
গুজরাটের গান্ধীনগরে আগামী ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় টেক্সটাইল ইন্ডিয়া-২০১৭ উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এটি হবে বস্ত্র ও হস্তশিল্প খাতের জন্য একটি বড় আয়োজন যেখানে ‘কারখানা থেকে সুতো থেকে কাপড় থেকে ফ্যাশন’সহ ভারতীয় বস্ত্রশিল্প খাতের সব ধরনের পণ্য প্রদর্শিত হবে।
 
টেক্সটাইল ইন্ডিয়ায় অংশগ্রহণকারীদের জন্য প্রায় আড়াই হাজার আন্তর্জাতিক ক্রেতা, আন্তর্জাতিক ও ভারতীয় পণ্য প্রদর্শনকারী এবং ১৫ হাজার ভারতীয় ক্রেতার সঙ্গে বি টু বি বৈঠকেরও সুযোগ সৃষ্টি করবে।

দ্বিতীয় দিনে ৩৩টিরও বেশি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রখ্যাত আন্তর্জাতিক বক্তা ও শিল্পনেতারা বস্ত্র এবং হস্তশিল্পের বিভিন্ন খাতের উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

তিনদিনব্যাপী এ আয়োজনের শেষ দিনে বস্ত্রখাত সংক্রান্ত ছয়টি ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদা বৈশ্বিক সম্মেলনও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।