এতে বলা হয়েছে, কাঁচাপাট রপ্তানিকারকদের ৩১ মার্চ ২০১৭ ভিত্তিক ঋণ হিসাবের স্থিতি নিরূপনপূর্বক ২ বছরের মরাটিয়াম সুবিধাসহ ১০ বছরের পরিশোধসূচি প্রদান করে ব্লক হিসেবে স্থানান্তর হবে। এছাড়া হালনাগাদ লেজার বকেয়া এ সুবিধার আওতাভুক্ত হবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থমন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থার নির্দেশনা ও সুপারিশের আলোকে সরকার কাঁচাপাট রপ্তানিকারকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এতে বলা হয়, ঋণগ্রহীতার চাহিদা এবং ব্যাংকার-গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নতুন ঋণপ্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। কাঁচাপাট রফতানি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাদের ঋণ অনিয়মিত ও শ্রেণী বিন্যাসিত হয়েছে তাদেরকেও এ সুবিধার আওতায় আনার ক্ষেত্রে কেসের গুণাগুণ অনুযায়ী কেস টু কেস ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক বিবেচনা করা যেতে পারে। ঋণ হিসাবগুলো ব্লক অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে গেলে বিচারাধীন চলমান মামলাগুলো সোলেনামার মাধ্যমে উভয়পক্ষ কর্তৃক নিষ্পত্তি করা যেতে পারে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ২,২০১৭
আরআই