রোববার (৭ মে) ঢাকা ক্লাবে ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক গোল টেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, ভ্যাট কিন্তু ইউনিভার্সাল।
ভ্যাট আইনের বিরাট সেকশনকে আওতার বাইরে রেখেছি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৩০ লাখ টাকা পর্যন্ত যাদের বাৎসরিক আয়, তাদের আমরা বাইরে রেখেছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, চাল, কমদামি চাল, কমদামি ডাল, কমদামি পেঁয়াজ-রসুন- এগুলো আমরা বাইরে রেখেছি। এগ্রি প্রোডাকক্টস শাক-সবজি, মাছ এগুলো বাইরে রেখেছি। জীবন রক্ষাকারী ওষুধও এর বাইরে।
তিনি বলেন, আমার আবেদন থাকবে, এটা (১৫ শতাংশ ভ্যাট) আর মার্কিং করা ঠিক হবে না। আবেদন রাখবো আপনারা দয়া করে আসেন, কথা বলেন। একটু পেইনফুল যদি হয়ও, আগামী দিনের জন্য, ভবিষতের জন্য সে পেইনটাকে আপনারা সহ্য করেন।
একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বলেন, ১৫ শতাংশ ভ্যাট হলে আবাসন খাতে ব্যবসা গুটিয়ে নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমআইএইচ/এএ