ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকে পরিচালকের মেয়াদ ৯ বছর, এক পরিবারের ৪ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, মে ৮, ২০১৭
ব্যাংকে পরিচালকের মেয়াদ ৯ বছর, এক পরিবারের ৪ জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: পিআইডি

ঢাকা: ব্যাংক কোম্পানির পরিচালকের মেয়াদ নয় বছর রাখার বিধান করে ‘ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এই অনুমোদনের ফলে ব্যাংক কোম্পানির পরিচালক নয় বছর দায়িত্বে থাকতে পারবেন। আগে পর পর তিন বছরসহ মোট ছয় বছর থাকতে পারতেন।

অর্থাৎ ছয় বছরের পর আরও তিন বছর থাকতে পারবেন।

আইন সংশোধনের ফলে একই পরিবারের চারজন পরিচালনা পর্ষদে থাকতে পারবেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৮ মে) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান।
 
এক পরিবারে পরিচালকের সংখ্যা বাড়ানো নিয়ে সংশোধনীতে বলা হয়েছে, একই পরিবারের চারজন পরিচালক পদে থাকতে পারবেন। আগে একই পরিবারের দুই জন রাখার বিধান ছিল।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক পরিবারে অর্থায়ন করে, ইনভেস্টমেন্টও তারা করবে। তাদের অ্যাফিলিয়েশন বা মায়া থাকে।
 
পরিচালকের মেয়াদ নিয়ে আইনের পরিবর্তন সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো পরিচালক এক নাগাড়ে নয় বছরের বেশি থাকতে পারবেন না। আগে পর পর তিন বছরসহ মোট ছয় বছর থাকতে পারতেন। অর্থাৎ ছয় বছরের পর আরও তিন বছর থাকতে পারবেন।

তবে নয় বছর দায়িত্বে থাকার পরে নতুন দায়িত্ব পেতে হলে তিন বছর গ্যাপ দিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, বিশেষায়িত ব্যাংক ব্যতীত অন্য যে কোন ব্যাংক কোম্পানি তার পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত বা পদায়নের পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়ার যে শর্ত ছিল। এখন বলা হয়েছে নির্বাচন বা মনোনয়নের ক্ষেত্রমত নিযুক্তি বা পদায়নের পরে অনুমতি নিতে হবে।

আইন সংশোধনের ভিত্তি সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংক ওনার্সদের অবজারভেশন ছিল, যারা প্রতিষ্ঠাকালে পরিচালক হিসেবে বিনিয়োগ করে তাদের পরে মাঝখানে অন্যরা এসে কিছু নিয়ে চলে যায়। এটা কন্ট্রোল করার জন্য। প্রতিষ্ঠাকালীন পরিচালকদের রোল রাখার জন্য এই সংশোধন।

বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে আইনের সংশোধনী দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭/আপডেট: ১৬০১
এমআইএইচ/এইচএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।