সভায় সভাপতির বক্তব্যে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী বলেন, আগামী ২০ মে সিলেট চেম্বারের নির্বাচন। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিজিত চৌধুরী বলেন, ভোটাররা নিজ নিজ সদস্য আইডি কার্ড প্রদর্শন করে নির্বাচন বোর্ডের সচিবালয় থেকে কার্ড নিতে পারবেন। বিভিন্ন শ্রেণীর ভোটারদের ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনী বুথ তৈরি করা হবে।
এছাড়াও প্রার্থীদের এজেন্ট মনোনয়নের জন্য এজেন্টের নাম, ছবি ও মোবাইল নম্বর সরবরাহ করতে হবে। তিনি সব প্রার্থীকে নির্বাচনের আচরণ বিধি মেনে চলার এবং নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান।
নির্বাচনে প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার সিপার আহমদ, আব্দুল কাইয়ুম, হুমায়ুন আহমদ, মোহাম্মদ আব্দুল মুনিম, মোঃ নাজমুল হক, মো. সামসুল আলম, মোহাম্মদ আনিস, মো. মুজাহিদ খান গুলসান, খলিলুর রহমান চৌধুরী, আব্দুল হাদি পাবেল, মো. আনোয়ার রশিদ, আব্দুস সামাদ, মাসুদ আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, মো. এমদাদ হোসেন, আব্দুর রহমান, চন্দন সাহা, আশরাফ আহমদ, মো. এহছানুল হক তাহের, মুহাম্মদ নাসিরুদ্দিন, আসাদুজ্জামান, মো. হাবিবুর রহমান, হাজী সৈয়দ জাহিদ উদ্দিন, ইলিয়াস উদ্দিন লিপু, মো. লায়েছ উদ্দিন, মো. মুজিবুর রহমান মিন্টু, আলহাজ মো. আতিক হোসেন, মো. আমিনুজ্জামান জোয়াহির প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন ও মোঃ ছাদেক, আপীল বোর্ডের সদস্য এম. এ. হান্নান সেলিম, সিলেট চেম্বার সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, ইমজা সভাপতি আল-আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এনইউ/জেডএম