রোববার (১৪ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দু’টি প্যানেল। একটি গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদ যার গ্রুপ লিডার হিসেবে রয়েছেন এফবিসিসিআই’র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। অপরটি গণতান্ত্রিক ঐক্য ফোরামের গ্রুপ লিডার হিসেবে রয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
নির্বাচন বোর্ড জানায়, নির্বাচনে ৬০টি পরিচালক পদের মধ্যে চেম্বার গ্রুপ ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সমানভাবে ২৪ জন মনোনীত হবেন। বাকি ৩৬ পরিচালক পদের বিপরীতে সর্বমোট ৭৭টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে অ্যাসোসিয়েশন থেকে ৪২ জন এবং চেম্বার থেকে ৩৫ জন। চেম্বার থেকে যে ৩৫ জন মনোনয়ন জমা দিয়েছেন তার মধ্যে নির্বাচনের আগে ১৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যার ফলে ১৮টি পদের বিপরীতে ১৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
এছাড়া, অ্যাসোসিয়েশন থেকে ৪২ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্য থেকে ঋণ খেলাফি হওয়ায় ১ জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন বোর্ড। বাকি ৪১ জনের মধ্য থেকে ৫ জন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
নির্বাচনে শুধু অ্যাসোসিয়েশনের ১৮টি পরিচালক পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ১৮টি পদের বিপরীতে লড়ছেন ৩৬ জন প্রার্থী।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এএম/আরআর/বিএস