এতে পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদের (লাবু) সভাপতিত্বে ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করাসহ এর বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।
সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সালাম, সদস্য বদিউর রহমান, আলহাজ্জ মো. হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ হাফেজ মো. এনায়েত উল্যা, আলহাজ্জ আহামেদুল হক, আলহাজ্জ এএনএম ইয়াহিয়া, আলহাজ্জ ইঞ্জিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ মো. আনোয়ার হোসেন, ডা. শফিউল হায়দার চৌধুরী, আনোয়ার হোসেন, আলহাজ্জ মো. লিয়াকত আলী চৌধুরী, সেলিম রহমান, খালিদ রহিম, ফারুক আহমেদ সিদ্দিকী, মো. আমির উদ্দিন পিপিএম ও ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান অংশ নেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরাসহ সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মে ২৫, ২০১৭
পিআর/এসআরএস/এমজেএফ