ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এশিয়ার শ্রেষ্ঠ তৈরি পোশাক কারখানার পুরস্কার পেলো হা-মীম গ্রুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, আগস্ট ২১, ২০১০
এশিয়ার শ্রেষ্ঠ তৈরি পোশাক কারখানার পুরস্কার পেলো হা-মীম গ্রুপ

সাভার: মানসম্পন্ন তৈরি পোশাক উৎপাদনে চলতি বছর এশিয়ার শ্রেষ্ঠ তৈরি পোশাক কারখানার পুরস্কার  পেয়েছে হা-মীম গ্রুপ।

গত বছর প্রতিষ্ঠানটি পেয়েছিল শ্রেষ্ঠ সরবরাহকারীর পুরস্কার ‘ভেন্ডার অব দ্য ইয়ার’।

ভিএফ এশিয়া সোর্সিং গ্রুপ ও ভিএফ ইউএস সোর্সিং অ্যান্ড অপারেশন গ্রুপ যৌথভাবে এ পুরস্কার দিয়েছে। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ হা-মীম গ্রুপের কর্ণধার।

শনিবার সকালে আশুলিয়ার নরসিংহপুরে ‘হা-মীম কমপ্লেক্সে’ হা-মীম গ্রুপের পরিচালনা পর্ষদের হাতে এ পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের অন্যতম তৈরি পোশাক ক্রেতা প্রতিষ্ঠান ভিএফ করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর রানা জর্জ আব্রাহাম। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) দেলোয়ার হোসেন, নির্বাহী পরিচালক (উৎপাদন) মেজর (অব.) সুনীল কুমার সরকার, গ্রুপের আশুলিয়া জোনের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.:) মোহাম্মদ আলী মণ্ডল প্রমুখ।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের অন্যতম তৈরি পোশাক ক্রেতা প্রতিষ্ঠান ভিএফ (ভ্যানিটি ফেয়ার) করপোরেশনের প্রেসিডেন্ট এঞ্জেলো লাগরেগা বাংলাদেশে প্রথমবারের মতো হা-মীম গ্রুপের তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন।

বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ২৫০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক কিনে থাকে ভিএফ করপোরেশন। বিশ্বের যে ১১৩টি কারখানা থেকে ভিএফ করপোরেশন পোশাক কেনে তার ৮৭টিই বাংলাদেশের।

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘আমি আনন্দিত, এ সাফল্য তৈরি পোশাক কর্মীদের সবার। তাদের আন্তরিক চেষ্টায় দেশের এ কারখানাটি আন্তজার্তিক স্বীকৃতি লাভ করলো, পাশাপাশি উৎপাদিত পণ্যের উৎকর্ষ বজায় রেখে সময়মতো ক্রেতার কাছে পণ্য সরবরাহে আমাদের দায়িত্ব আরও বাড়লো। ’

ভিএফ করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর রানা জর্জ আব্রাহাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘এশিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় স্বাভাবিকভাবে বাংলাদেশের এ প্রতিষ্ঠানটি ব্যবসায় উন্নতি করবে, ফলে এর কর্মীদের মর্যাদাও বাড়বে। ’

বাংলাদেশ সময়: ১৩১২, আগস্ট ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।