বুধবার (০২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কেথা বলেন।
চালের দর বাড়া প্রসঙ্গে তিনি বলেন, যারা দাম বাড়িয়ে দিয়েছে সেই চাল কল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমানে চালের দাম প্রতিকেজিতে ৪ টাকা করে কমেছে বলেও দাবি করেন বাণিজ্যমন্ত্রী।
নিত্যপণ্যের দাম প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, সবকিছুই সহনীয় পর্যায়ে চলে আসবে। যেসব ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময়তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে জাপান ব্যবসা বাণিজ্য বাড়াতে চায়। এ জন্য বাংলাদেশি ব্যবসায়ী ও বাণিজমন্ত্রীকে জাপান সফরে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দশ বছর আগে ইপিজেডগুলোতে জাপানের ১০টি কোম্পানি ব্যবসা শুরু করলেও এখন তা ৩৫০ ছাড়িয়েছে। বর্তমানে জাপানে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। আর আমদানি করে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য।
তিনি বলেন, বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বেশির ভাগ প্রকল্পই বাস্তবায়ন হয় জাইকার সহায়তায়। বাংলাদেশ যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছে এর একটি জাপানের জন্য বরাদ্দ করা হয়েছে।
আসছে অক্টোবরে একটি প্রতিনিধিদল নিয়ে জাপান সফরে যাবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
আরএম/এমএ/