সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ২০১৭-২০১৮ অর্থবছরে ৮৮১ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (৬ আগস্ট) সকালে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি ভোমরা শুল্ক স্টেশনকে জানায় এনবিআর।
ভোমরা শুল্ক স্টেশন সূত্র জানায়, এনবিআর ২০১৭-২০১৮ অর্থবছরে ভোমরা বন্দরের মাধ্যমে ৮৮১ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এর মধ্যে ২০১৭ সালের জুলাই মাসে ৪৬ কোটি ৭৮ লাখ টাকা, আগস্ট মাসে ৩৮ কোটি টাকা, সেপ্টেম্বর মাসে ৩৯ কোটি ৭৯ লাখ টাকা, অক্টোবর মাসে ৮৪ কোটি ৫৪ লাখ টাকা, নভেম্বর মাসে ৯৮ কোটি ৯৬ লাখ টাকা, ডিসেম্বর মাসে ১১০ কোটি এক লাখ টাকা, ২০১৮ সালের জানুয়ারি মাসে ১১৫ কোটি ৭৩ লাখ টাকা, ফেব্রুয়ারি মাসে ৯৫ কোটি ১২ লাখ টাকা, মার্চ মাসে ৭৪ কোটি ৯৩ লাখ টাকা, এপ্রিল মাসে ৬২ কোটি ৪৮ লাখ টাকা, মে মাসে ৫৬ কোটি ৬৩ লাখ টাকা ও জুন মাসে ৫৮ কোটি ৮৩ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভোমরা শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বিকাশ বড়ুয়া বাংলানিউজকে বলেন, ভোমরা বন্দর দেশের অত্যন্ত সম্ভাবনাময় একটি বন্দর। আশা করি, এনবিআর রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা যথা সময়ে অর্জন করা সম্ভব হবে।
ভোমরা স্থলবন্দরে ২০১৬-২০১৭ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৩০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে ৪৩ কোটি ৬৪ লাখ ৪২ হাজার ২৯৮ টাকা বেশি রাজস্ব আয় হয়েছিল।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।