ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পথশিশুদের শিক্ষা ব্যয় বহনে ব্যাংকগুলোকে নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
পথশিশুদের শিক্ষা ব্যয় বহনে ব্যাংকগুলোকে নির্দেশ

ঢাকা: দেশে কর্মরত ব্যাংকগুলোকে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় পথ ও কর্মজীবী শিশু-কিশোরদের শিক্ষা ব্যয় বহনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব শিশুদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও পরিচালনার ব্যয়ও সিএসআর তহবিল থেকে বহনের জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (০৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে ব্যাংক ও এনজিও লিংকেজের মাধ্যমে সামাজিক ও আর্থিক অধিকার বঞ্চিত পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের জন্য ব্যাংকিং সেবা প্রদান কার্যক্রম একটি উল্লেখযোগ্য পদক্ষেপ’।


 
‘ব্যাংকিং ও আর্থিক সেবার মাধ্যমে শিশু-কিশোরদের সমাজের মূলস্রোতে নিয়ে আসা তথা দেশের ভবিষ্যৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম যেন আরো বেশি সম্পৃক্ত হতে পারে’।
 
‘সে প্রেক্ষিতে পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের শিক্ষা,কারিগরি শিক্ষা ও আর্থিক শিক্ষা প্রদান এবং ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা সংক্রান্ত ব্যয় সিএসআর কার্যক্রমের আওতায় নির্বাহ করতে আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে’।
 
এ সংক্রান্ত ব্যয় ‘সম্প্রদায় ভিত্তিক বিনিয়োগ’ হিসেবে দেখাতে হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।