ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোলে বন্ধ হলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টার বাণিজ্য সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বেনাপোলে বন্ধ হলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টার বাণিজ্য সেবা

বেনাপোল (যশোর): দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘণ্টা বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১১ আগস্ট) দিনভর কোনো ট্রাক পণ্য নিয়ে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে যাতায়াত করেনি।

বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক (প্রশাসন) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, ভারতীয় ব্যবসায়ীরা শুক্রবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য করবে না বলে জানিয়েছেন।

এ কারণে শুক্রবার কোনো পণ্য ঢোকেনি। তবে বাণিজ্য সেবা দিতে বেনাপোল বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা ২৪ ঘণ্টা বন্দর খোলা রেখেছে।

এদিকে ভারতের পেট্রাপোল বন্দরে ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এনিয়ে বৈঠক করেছে। সেখানে সংঠনের সভাপতি শঙ্খ শেঠ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, প্রতি সপ্তাহে শুক্রবার আগের মতো দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এছাড়া প্রতি বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত কাজ হবে। যদি কোনো সদস্য এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে সাধারণত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেনাপোল ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য চলতো। পরে হরতাল, অবরোধসহ বিভিন্ন সমস্যায় বাণিজ্যের ঘাটতি পূরণ করতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্য চলছিল। এরই মধ্যে দুই দেশের সরকারের মধ্যকার আলোচনায় বাণিজ্য আরো গতিশীল করতে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা বাণিজ্য সচল রাখার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় চলতি মাসে (০১ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু হয় সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টার বাণিজ্য সেবা। ১০ আগস্ট পর্যন্ত এভাবে চললেও ১১ আগস্ট হঠাৎ ভারতীয় ব্যবসায়ীরা বেনাপোল বন্দর ও ব্যবসায়ীদের জানিয়ে দেয় নতুন এই সিদ্ধান্তের কথা।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এজেডএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।