ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউনিলিভারের সৌজন্যে চিত্রাংকন প্রতিযোগিতা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
ইউনিলিভারের সৌজন্যে চিত্রাংকন প্রতিযোগিতা ইউনিলিভারের সৌজন্যে স্কুল শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা

ঢাকা: স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও গল্পলিখন প্রতিযোগিতার আয়োজন করেছে ইউনিলিভার।

সোমবার (২১ আগস্ট) চট্টগ্রামের ওসমানপুর ইউনিয়নের আল-আমিন আইডিয়াল স্কুলে লাইফবয় স্কুল অব ফাইভ টিম এসব কর্মসূচির আয়োজন করে।

এতে লাইফবয় স্কুল অব ফাইভ টিমের ব্র্যান্ড প্রমোটর নজরুল ইসলাম, মনিটর সুপার ভাইজার আমানউল্যাহ, আল-আমিন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রাহাত মোর্শেদসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ইউনিলিভারের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।