বুধবার (২৩ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ৩৭৮ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি টন ২৫১ মার্কিন ডলারে এই গম কেনায় খরচ ১০৪ কোটি ১৬ লাখ টাকা, সুইজারল্যান্ডের মেসার্স অ্যানটন এফএফআই গম সরবারহ করবে।
প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিন টন গম আমদানির আরেকটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
প্রতি টন ২৪৯ দশমিক ৩৮ মার্কিন ডলারে মেসার্স এগ্রোকোপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ১০৩ কোটি ৪৯ লাখ ২৭ হাজার টাকায় এই গম সরবারহ করবে।
মোস্তাফিজুর বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
দুবাইয়ের মেসার্স ফিনিক্স গ্লোবাল ডিএমিসিসি প্রতি টন চাল ৪১১ দশমিক ১১ মার্কিন ডলারে ব্যয়ে এই চাল সরবারহ করবে, এতে খরচ হবে ১৭০ কোটি ৬১ লাখ ৬ হাজার টাকা।
এসব প্রস্তাব ছাড়াও মোট ২১টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এসই/এমএ