বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে কাজ বন্ধ রেখে কারখানাটির প্রায় ৪শ’ শ্রমিক আন্দোলন শুরু করেন।
শ্রমিকরা জানান, আগস্ট মাস শেষ হতে চললেও এখনও জুলাই মাসের বেতন দেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কায়নাত গার্মেন্টসের একাধিক শ্রমিক বাংলানিউজকে বলেন, মালিকপক্ষ জুলাই মাসের বেতন দেবে দেবে করেও দিচ্ছে না। সরকার ২৪ আগস্টের মধ্যে সব কারখানায় বেতন দেওয়ার নির্দেশনা দিয়েছে। কিন্তু আমরা এখনও বেতন পাইনি। কখন দেওয়া হবে তাও বলছে না কেউ।
আর বোনাসের কথা জানতে চাইলে মালিকপক্ষের লোকজন দুর্ব্যবহার করে বলেও অভিযোগ করেন তারা।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
ইউএম/জিপি