ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে অ্যাপারেল টেক আপ সেমিনার শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
চট্টগ্রামে অ্যাপারেল টেক আপ সেমিনার শনিবার

ঢাকা: বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিকাশে উন্নত নকশা, পোশাকের উৎপাদন খরচ এবং নমনীয়তা বিষয়ে আলোচনা ও ব্যবহারিক পদ্ধতি নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে অ্যাপারেল টেক আপ সেমিনার।

রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে শনিবার (২৬ আগস্ট) পোশাক কারখানায় প্রযুক্তি সরবরাহকারী আর্ন্তজাতিক প্রতিষ্ঠান থ্রেডসল এ সেমিনারের আয়োজন করছে।
 
এতে গার্মেন্টস নির্মাতা, টেকনোক্রেটস এবং শীর্ষ প্রযুক্তি নির্মাতারা পোশাক কারখানার বিভিন্ন ধরনের অনিয়ন্ত্রিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

যা বিশ্বব্যাপী গার্মেন্টস নির্মাণের ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে।
 
আলোচনার ফলাফল বাংলাদেশের কারখানাগুলোতে উৎপাদন বৃদ্ধি এবং ব্যয় কমানোর জন্য স্বয়ংক্রীয়তা ও ডেটা বিশ্লেষণ আগের চেয়েও আরো অধিক হারে প্রয়োজন।  
 
সেমিনারে অংশ নেওয়ার জন্য এই নাম্বারে কল +৮৮০-১৮৮৪৬১০৯৭৩ অথবা মেইল করুন [email protected] -এ।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।