সোমবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে এ ঘোষণা দিয়েছে।
আলম ১৯৮৬ সালে রূপালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
তিনি সর্বশেষ প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) ও এম.কম (ব্যবস্থাপনা) ডিগ্রি অর্জন করেন। ১৯৫৯ সালে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ইন্ডিয়া, কানাডা ও ইউরোপের অধিকাংশ দেশে ভ্রমণ ও ব্যাংকিং সেমিনারে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসই/বিএস