ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী জাপান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
বাংলাদেশের মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী জাপান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের সুমিতোমো মিৎসুই ব্যাংকিং করপোরেশন (এসএমবিসি) ।

বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংকটির সিঙ্গাপুর কার্যালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন।

মুহিত বলেন, আমরা এখন মেগা প্রকল্পে গেছি।

এসব প্রকল্প বাস্তবায়ন করতে বিদেশি বিনিয়োগ দরকার। এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ ও অবকাঠামো খাতের জন্য বিনিয়োগ দরকার।

তারা এসেছেন আমার সঙ্গে আলোচনা হয়েছে। তবে কত সুদে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন তা নিয়ে আলোচনা হয়নি।
বাংলাদেশ সময়:১৩৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।