বুধবার (৬ সেপ্টেম্বের) বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলানিউজকে বিষয় নিশ্চিত করেন।
তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে গত ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ রেখে ছুটি ঘোষণা করা হয়।
শাহিনুর ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম প্রথমে ৮ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গত মাসের বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পেঁয়াজ, চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে ঈদের ছুটি কমিয়ে পাঁচদিন করা হয়।
স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহাকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল বাংলানিউজকে বলেন, হিলি স্থল শুল্ক স্টেশনের সঙ্গে মিল রেখে বন্দরের ভেতরের সব কার্যক্রম খোলা রাখা হয়েছিল। তবে সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের সব কার্যক্রম বন্ধ রাখায় গত পাঁচদিন বন্দরের ট্রাক থেকে পণ্য খালাস, বোঝাই ও ডেলিভারির কার্যক্রম বন্ধ ছিলো। বুধবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। বর্তমানে বন্দর অভ্যন্তরে শ্রমিকরা কাজ করছেন।
হিলি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আফতাব হোসেন বাংলানিউজকে বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিলো। আমদানি-রফতানি কার্যক্রমের সঙ্গে পাসপোর্ট যাত্রীদের কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
জিপি/