সম্প্রতি তাকে এই নিয়োগ দেওয়া হয় বলে শনিবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, শাখাওয়াত হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত বাংলাদেশের হোটেল বাণিজ্যে গৌরবের সঙ্গে কাজ করে আসছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ও পর্যটন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী শাখাওয়াত হোসেন ম্যারিয়টের ইতিহাসের সর্বকনিষ্ঠ বাঙালি রেসিডেন্ট ম্যানেজার।
হোটেলটির পথচলার শুরু থেকেই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন তিনি। দি ওয়েস্টিন ঢাকা তার নেতৃত্বে বিভিন্ন সম্মানজনক সম্মাননা লাভ করেছে। শাখাওয়াতের অবদান এই হোটেল এবং সমগ্র পর্যটন বাণিজ্যে সীমাহীন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এইচএ/