খাদ্য মন্ত্রণালয়ে এক কর্মকর্তা সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানান।
এদিকে রোববার থেকে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু করেছে সরকার।
এদিকে নাটোরে বেশ কয়েকটি চালের আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার তথ্য পাওয়া গেছে। এছাড়া কুষ্টিয়া, বগুড়াসহ বিভিন্ন মিলে অভিযান চালানোর ফলে চালের দর কিছুটা নিম্নমুখী বলে জানা গেছে।
জানা যায়, বাংলাদেশের পক্ষ থেকে ৫ শতাংশ ভাঙা (সেদ্ধ) চাল কেনার আগ্রহ দেখানো হয়। কিন্তু মিয়ানমার ওই চালের দাম বাজারমূল্যের চেয়ে বেশি চায়। এ পনিস্থিতিতে শেষ পর্যন্ত আতপ চাল কেনার ব্যাপারে রাজি হয় বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এমআইএইচ/জেডএস