চালের বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে খাদ্য মন্ত্রণালয়ে বৈঠকে বসেছেন মন্ত্রী, মিল মালিক, ব্যবসায়ী ও আমদানিকারকরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর এ বৈঠক শুরু হয়।
এতে খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ছাড়াও মিল মালিক, চাল ব্যবসায়ী, আমদানিকারকরা উপস্থিত রয়েছেন। রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
তারা বলেছেন, ব্লাস্ট ও বন্যায় হাওরে বোরো নষ্ট হওয়ায় চালের দাম কিছুটা বাড়তে পারে, তবে এতোটা বাড়া অস্বাভাবিক।
ভারত থেকে আমদানি বন্ধের গুজবে ব্যবসায়ীরা ২/৩ দিনে এ দাম বাড়িয়েছে বলেও মন্তব্য করেছেন তারা।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমআইএইচ/জেডএস