চটের ব্যাগে চাল আমদানিতে প্রতি মেট্রিক টনে অতিরিক্ত ১২ ডলার ব্যয় হতো। প্লাস্টিকের ব্যাগে তা হবে না।
চালের বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে খাদ্য মন্ত্রণালয়ে মিল মালিক, ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তোফায়েল আহমেদ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর শুরু হওয়া বৈঠকটি এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিলো।
ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তিন মাস প্লাস্টিকের ব্যাগে চাল আনা যাবে। যে যেভাবে পারেন চাল আনেন, কেউ বাধা দেবে না।
আর প্লাস্টিকের ব্যাগে চাল আনলে কেজিপ্রতি ২ টাকা করে কমবে বলে বৈঠক সূত্রে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমআইএইচ/জেডএস