ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারে প্রথম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্রেড শো’র উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইদহাম জুহরি মোহাম্মদ ইউনুস।
এতে মালয়েশিয়ার মোট ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ট্রেড শো চলাকালীন বাংলাদেশি আগ্রহী ব্যবসায়ীদের সঙ্গে মালয়েশিয়ান ব্যবসায়ীদের ওয়ান টু ওয়ান বৈঠকের সুযোগও থাকবে।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) আয়োজনে এই ট্রেড শো চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ট্রেড শো’র বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই)’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ খানের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলমগীর জলিল, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রবি এক্সাইটা লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট শাহরিয়ার সাহ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মনিরুজ্জামান খান সহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসআইজে/বিএস