ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অসত্য খবরে চালের দাম বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
অসত্য খবরে চালের দাম বেড়েছে

ঢাকা: অসত্য খবর পরিবেশনের কারণে চালের দাম বেড়েছে। ভারত চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে এমন মিথ্যা খবর প্রচার করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

তিনি বলেন, চালের দাম যদি বাড়ে তাহলে লেখা হয় তিন লাইন।

আর যদি দাম কমে তাহলে লেখা হয় এক লাইন। চালের বিষয়টি নিয়ে প্রত্যেকদিন রেডিও, টেলিভিশন, খবরের কাগজে একটা মিথ্যা নিউজ পরিবেশন করা হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, দেশে ১০ লাখ টন খাদ্য ঘাটতি আছে। যা আমাদের উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা তার চেয়ে এই পরিমাণ চাল কম উৎপাদন হয়েছে। ১৬ কোটি মানুষের দেশে ১০ লাখ টন খুব বেশি না। নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের ফসল আসবে।

তিনি বলেন, একটি মিলে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক মজুত করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার চালকল মালিকদের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি দ্রুতই বাজার স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ২১২২ঘণ্টা, সেপ্টেম্বর: ২০, ২০১৭
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।