বুধবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।
তিনি বলেন, চালের দাম যদি বাড়ে তাহলে লেখা হয় তিন লাইন।
তোফায়েল আহমেদ বলেন, দেশে ১০ লাখ টন খাদ্য ঘাটতি আছে। যা আমাদের উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা তার চেয়ে এই পরিমাণ চাল কম উৎপাদন হয়েছে। ১৬ কোটি মানুষের দেশে ১০ লাখ টন খুব বেশি না। নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের ফসল আসবে।
তিনি বলেন, একটি মিলে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক মজুত করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার চালকল মালিকদের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি দ্রুতই বাজার স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ২১২২ঘণ্টা, সেপ্টেম্বর: ২০, ২০১৭
এসই/এমজেএফ