ব্যয়ের শীর্ষে রয়েছে বন্দরনগরী চট্টগ্রামের আউটার রিং রোডের ১৫ দশমিক ২০ কিলোমিটার সড়ক কাম বাঁধ নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাব। এই প্রকল্পটিতে ব্যয় হবে ৯৫৮ কোটি ১২ লাখ টাকা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বহিঃসীমানা দিয়ে লুপ রোড নির্মাণসহ ঢাকা ট্রাংক রোড থেকে বায়োজিদ বোস্তামী পর্যন্ত দুইলেনের সংযোগ সড়ক নির্মাণসহ অন্যান্য ভৌত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন এই প্রকল্পে ব্যয় হবে ১০০ কোটি ৯৮ লাখ টাকা।
মোস্তাফিজুর রহমান বলেন, ক্রয় কমিটি বিদ্যুৎ বিভাগের চারটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ছয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে।
বিদ্যুৎ বিভাগের চারটি প্রস্তাবের মধ্যে ১৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে তিনটি ৩৩/১১ কেভি সাবস্টেশন নির্মাণের কাজ পেয়েছে এনার্জি প্যাক লিমিটেড। ৫৮ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আরও ৯টি ৩৩/১১ কেভি সাবস্টেশন নির্মাণের কাজ পেয়েছে সানরাইজ এন্টার প্রাইজ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ছয়টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১৯১ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বাড়াতে শীতলক্ষ্যা নদীর কাঞ্চন সেতুর কাছ থেকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর পর্যন্ত জেটএ-১ ফুয়েল পাইপলাইন নির্মাণে বাংলাদেশ নৌবাহিনী প্রদত্ত দরে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
কসবা-১ অনুসন্ধান কুপ খনন এলাকায় রিগ লেগ ও মেশিনারি ফাউন্ডেশন, ওয়েল সাইট ইয়ার্ড ও ক্যাটওয়াক নির্মাণের জন্য মেসার্স ঢাকা মার্কেন্টাইল করপোরেশন লিমিটেডকে ২ কোটি ৯৮ লাখ টাকা কার্যাদেশ দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
‘দ্রুত বিদ্যুত ও জ্বালানি সরবরাহ বাড়াতে কসবা-১ ও সালদা নর্থ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের জন্য হিরিং অব মুডলগিং সার্ভিস উইথ ইক্যুইপমেন্ট অ্যান্ড ক্রু ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ২ কোটি ৭০ লাখ ৬৫ হাজার টাকায় দু’টি কোম্পানির কাছ এসব সংগ্রহ করা হবে। ’
এ ছাড়া বৈঠকে তেল গ্যাস উত্তোলন ও অনুসন্ধানের জন্য রূপকল্প ১, ২, ৩, ৪ ওয়ার্ক ওয়েলস ও ওয়ার্ক অভার কাজের জন্য মাড অ্যান্ড কমপ্লিশন ফ্লুয়েড কেমিক্যালস ও স্লাইক লাইক অপারেশন সার্ভিস মালামাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন পেয়েছে।
দু’টি কোম্পানির মাধ্যমে এসব সংগ্রহ করতে ব্যয় হবে ২ কোটি ২২ লঅখ ৫৮ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসই/এমএ