ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বস্তি ফিরেছে মাছ-মাংসেও  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
স্বস্তি ফিরেছে মাছ-মাংসেও   ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে মাছ ও মাংসের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে।  তবে বাজারে সরবরাহ থাকলেও দাম বেড়েছে ইলিশের। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ২০০ টাকা বেড়ে ৮০০ থেকে ১ হাজার টাকা (বড় ইলিশ) কেজিতে বিক্রি হচ্ছে। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কারওয়ান  বাজার ও মিরপুরের বিভিন্ন এলাকার বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
    
সরেজমিনে দেখা যায়, বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, গত সপ্তাহে এ মাছ বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৩৮০ টাকা করে।

দাম কমে পাবদা মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা, শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকায়, কোরাল ৭০০, কাতল ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।  

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমআর দাম বেড়েছে ইলিশের, বড় সাইজের ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের ছোট মাছ ৩০০ থেকে ৩৫০, টেংরা মাছ ৩০০ থেকে ৫০০, কালাবাউস ৩০০ থেকে ৩৫০, ছোট ইলিশ ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।  

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আর স্থিতিশীল রয়েছে বিভিন্ন মাংসের দামে। বাজারে গরুর মাংস ৫০০, ব্রয়লার মুরগি ১৩০ থেকে ১৪০, দেশি মুরগি ৪৫০, পাকিস্তানি মুরগি ২৫০ ও হাঁস ৩০০ টাকা করে প্রতি কেজি বিক্রি হচ্ছে।  

কারওয়ান বাজারের মাছ বিক্রেতা জিন্নাত জানান, বাজারে দেশি মাছের চালান বেশি। তাই দামও কিছুটা কমেছে আগের চেয়ে। ইলিশের দামটা আসলে চাহিদার জন্যই বেড়েছে।  
 
মিরপুরের কাজীপাড়ার মাংস বিক্রেতা রহমত আলী বলেন, গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে।
 
মিরপুর-১ নম্বরে বাজার করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তৌহিদ অভি জানান, বিভিন্ন ধরনের পণ্যে দাম কমায় বাজারে স্বস্তি ফিরেছে।

আরও পড়ুন>>
** 
ফেনীতে সবজির বাজারে আগুন
 
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এমএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।