ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লিবরা ইনফিউশন লিমিটেডের চেয়ারপারসন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
লিবরা ইনফিউশন লিমিটেডের চেয়ারপারসন গ্রেফতার

ঢাকা: রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন লিমিটেডের চেয়ারপারসন রওশন আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে রূপনগরের ওই প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম বাংলানিউজকে বলেন, লিবরা ইনফিউশন কোম্পানির নামে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে ৮৭ কোটি টাকা ঋণ নেওয়া হয়।

ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ রওশন আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।  

এ নিয়ে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিমের সঙ্গে বাকবিতণ্ডা হয় রওশন আলমের এবং ওই ব্যাংক কর্মকর্তাকে হত্যার হুমকি দেন তিনি। পরে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে রওশন আলমকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশের এক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।