বুধবার (১৮ অক্টোবর) বিকেলে গৌরীপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা মো. তাইজউদ্দিন কোম্পানির কমপ্লেইন ডিপার্টমেন্ট ম্যানেজার বরাবরে লিখিতভাবে এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে র্দীঘদিন পলিসি দিতে পারেননি মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানির ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মো. তাইজ উদ্দিন।
অভিযোগকারী তাইজউদ্দিন বাংলানিউজকে জানান, এ বিষয়ে বার বার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা পাইনি। পরবর্তীতে তথ্য প্রমাণাদিতে জানা যায় কোম্পানির ইউনিট ম্যানেজার সাখাওয়াত হোসেন সুমন, এজেন্সি ম্যানেজার জাকির হোসেন ও অফিস সহকারী পারভেজ হোসেনের যোগসাজসে আমার নামে ইস্যুকৃত চেকটি আত্মসাত করা হয়েছে।
অভিযুক্ত ইউনিট ম্যানেজার সাখাওয়াত হোসেন সুমন বলেন, অভিযোগটি সত্য নয়। আমাকে ফাঁসাতেই এমন মনগড়া অভিযোগ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএএএম/ওএইচ/