ওইদিন সকাল ১০টায় জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে আয়কর মেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।
এ উপলক্ষে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা কর অঞ্চলের অফিসে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।
এ সময় সহকারী কর কমিশনার এসএম মেহেদি হাসান, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) উপ-মহাসচিব অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ জানান, বর্তমানে এ কর অঞ্চলে ইটিআইএন-ভুক্ত করদাতার সংখ্যা এক লাখ ২১ হাজার ৪১৫ জন।
তিনি জানান, ২০১৬-১৭ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩২৫ কোটি টাকা। এর মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৩৩০ কোটি টাকা। আর ২০১৭-১৮ অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭০ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএএএম/আইএ