ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএফবিআইএল’র ‘এইচএসিসিপি’ সার্টিফিকেট অর্জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বিএফবিআইএল’র ‘এইচএসিসিপি’ সার্টিফিকেট অর্জন ‘এইচএসিসিপি’ সার্টিফিকেট নিচ্ছেন চিফ মার্কেটিং অফিসার রশিদুল আহ্সানসহ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের কর্মকর্তারা

ঢাকা: উৎপাদিত খাদ্য পণ্যের মান-নিয়ন্ত্রণে আরও এক ধাপ এগিয়ে গেল বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএফবিআইএল)। পণ্যের মান-নিয়ন্ত্রণের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার সর্বোচ্চ ধাপ হ্যাজার্ড অ্যানালিসিস অ্যান্ড ক্রিটিকাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) সার্টিফিকেট অর্জন করেছে কোম্পানিটি।

সম্প্রতি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের পক্ষে ব্যুরো ভেরিতাস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদের কাছ থেকে ‘এইচএসিসিপি’ সার্টিফিকেট গ্রহণ করেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের চিফ মার্কেটিং অফিসার রশিদুল আহ্সান।

এ সময় বসুন্ধরা গ্রুপ সেক্টর ‘এ’ ও ব্যুরো ভেরিতাস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘এইচএসিসিপি’ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার সনদ, যা উৎপাদনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঝুঁকিগুলো চিহ্নিত ও নিয়ন্ত্রণ করাসহ ভোগ্যপণ্য গ্রহণে ভোক্তার আস্থা সুনিশ্চিত করে।

‘বিএফবিআইএল’ দেশের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে পুষ্টি বিষয়ক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছে। এরই লক্ষ্যে শ্রেষ্ঠত্বের মান বজায় রেখে গুনগত মানসম্পন্ন ও নিরাপদ খাদ্য উৎপাদন করে দেশব্যাপী বাজারজাত করছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।