ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাটকা ধরা নিষিদ্ধ বুধবার থেকে ৩০ জুন পর্যন্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
জাটকা ধরা নিষিদ্ধ বুধবার থেকে ৩০ জুন পর্যন্ত

লক্ষ্মীপুর: ইলিশ সম্পদ রক্ষা ও উ‍ৎপাদন বাড়াতে বুধবার (০১ নভেম্বর) থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ৮ মাস। এ সময়ের মধ্যে জাটকা ইলিশ আহরণ, কেনা-বেচা ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

১০ ইঞ্চি বা ২৫ সেমি কম আকারের ইলিশকে জাটকা বলা হয়। জাটকাকে পরিণত ইলিশে রূপান্তরের লক্ষ্যে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ।

বুধবার দুপুরে তিনি বাংলানিউজকে জানান, গত ২২ অক্টোবর রাতে ইলিশের প্রজনন মৌসুম শেষ হয়েছে। লক্ষ্মীপুরের মেঘনায় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছেড়েছে। এখন জাটকা ইলিশ বড় হওয়ার সময়।

জাটকা রক্ষা ও নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার রোধে জেলেদের সচেতন করতে লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলায় সচেতনতামূলক সভা, মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে।

কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা মহিব উল্যাহ।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
সাজ্জাদুর রহমান/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।