ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাঁদপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
চাঁদপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: আয়কর দিবো হেসে, দেশকে ভালবেসে, জনকল্যাণে রাজস্ব- এ স্লোগান নিয়ে চাঁদপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে মেলার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।

জেলা আয়কর অফিস আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সামর্থ্যবান সবারই কর দেওয়া উচিত।

বর্তমানে করদাতার সংখ্যা এক কোটির নিচে। এ সংখ্যা বাড়িয়ে এক কোটিতে আনতে হবে।

কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার মো. মাকসুদুল হাছান ভূঁইয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও কর আইনজীবী সমিতির সভাপতি শাহ মো. কুদ্দুস।

অতিরিক্ত সহকারী কর কমিশনার আব্দুল হকের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।

শ্রেষ্ঠ কর দাতার বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী। মেলায় মোট আটটি স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।