বাংলাদেশে পিওরভোল্টের কোনো প্রতিনিধি নেই। সেই ক্ষেত্রে স্ট্যাবিলাইজার আমদানির জন্য পিওরভোল্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।
শনিবার (০৪ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) চলমান তিন দিনব্যাপী ভারতীয় ইঞ্জিনিয়ারিং পণ্য প্রদর্শনী ‘ইন্ডি-বাংলাদেশ’-এ শ্রীনাথ ফেব্রিকেশনের স্টলে গিয়ে এসব তথ্য জানা যায়।
ভারতের বাণিজ্য উন্নয়ন সংস্থা ইইপিসি (ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল), ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সহযোগিতায় এই ‘ইন্ডি বাংলাদেশ-২০১৭’ প্রদর্শনী আয়োজিত হয়েছে।
পিওরভোল্টের স্টলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুতের ভোল্টেজ সব সময় একই মাত্রায় না থাকায় অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজের অনেক বড় ক্ষতি হয়ে যায়। ফলে কোম্পানির উৎপাদন যেমন ব্যাহত হয় তেমনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীনও হতে হয়। এসব বিষয়ে মাথায় রেখে উন্নত প্রযুক্তি দিয়ে পিওরভোল্টের স্ট্যাবিলাইজার তৈরি করা হয়েছে। এই স্ট্যাবিলাইজার দিয়ে সার্বক্ষণিক একই মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয় মেশিনে। ফলে মেশিনের যন্ত্রাংশের কোনো ধরনের ক্ষতি যেমন হয় না তেমনি উৎপাদন ব্যবস্থাও সচল থাকে।
এ বিষয়ে পিওরভোল্টের কর্মকর্তা সিদ্ধার্থ বাংলানিউজকে বলেন, বাংলাদেশে আমাদের কোনো প্রতিনিধি নেই। তবে বাংলাদেশি ক্রেতাদের গত ৩ বছর ধরে আমরা স্ট্যাবিলাইজার সাপ্লাই করে আসছি। আমাদের সঙ্গে যোগাযোগ করলে খুব সহজেই বাংলাদেশি ক্রেতারা স্বল্প খরচে স্ট্যাবিলাইজার পেয়ে যাবেন।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ৪,২০১৭
এমএসি/আরআই